Surah Kausar 129 Times | ভাগ্য পরিবর্তনে সুরা কাউসারের আমল
এই আমল আপনাকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার করতে হবে। প্রথম কয়েক দিন এই আমল করতে একটু সময় বেশী লাগলেও এক/দুই সপ্তাহ পরে এই আমলের জন্য সর্বোচ্চ ১ঘন্টা সময় লাগতে পারে। তাই এই ব্যাপারে পূর্ণ প্রস্তুতি থাকা দরকার।
বৃহস্পতিবার ফজরের ফরজ নামাজের পর জায়নামাজে বসা অবস্থাতেই প্রথমে ১১ বার দরুদ শরীফ, তারপর ১২৯ বার সুরা কাউসার এবং শেষে আবারও ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে ছোট যে কোন দরুদ শরীফ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঠ করতে পারেন। দরুদ শরীফ পাঠ হয়ে গেলে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করুন।
এই একই নিয়মে শুক্রবার আসরের ফরজ নামাজের পর জায়নামাজে বসা অবস্থাতেই প্রথমে ১১ বার দরুদ শরীফ, তারপর ১২৯ বার সুরা কাউসার এবং শেষে আবারও ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে ছোট যে কোন দরুদ শরীফ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঠ করতে পারেন। দরুদ শরীফ পাঠ হয়ে গেলে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করুন।
ঐ একই নিয়মে শনিবার এশা’র নামাজের পর, জায়নামাজে বসা অবস্থাতেই প্রথমে ১১ বার দরুদ শরীফ, তারপর ১২৯ বার সুরা কাউসার এবং শেষে আবারও ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে ছোট যে কোন দরুদ শরীফ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঠ করতে পারেন। দরুদ শরীফ পাঠ হয়ে গেলে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার সমস্ত নেক দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ।
- সুরা কাউসার আমলকারী ব্যক্তির হারাম ভক্ষণ পরিত্যাগ করতে হবে।
- সৎ উপার্জন করতে হবে।
- সৎ কাজ করতে হবে।
- মিথ্যা কথা পরিহার করতে হবে।
- কটু কথা বলা, কারো গীবত করা, পরচর্চা, অন্যের ক্ষতি করা ইত্যাদি কাজ থেকে বিরত থাকতে হবে।
নিচে কয়েকটি ছোট ছোট দরুদ শরীফ লিখে দেয়া হলো। আপনি চাইলে এর মধ্য থেকে যে কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন। আপনি যদি দরুদে ইব্রাহিম পাঠ করতে চান তাহলে সেটাও পাঠ করতে পারেন। কোন সমস্যা নেই।
১। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
২। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ।
৩। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
৪। আল্লাহুম্মা সল্লি আলা নাব্যিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
0 Comments: