পবিত্র কোরআনুল কারীমের তিনটি আয়াতে ইসমে আজম রয়েছে। প্রথম ইসমে আজমটি রয়েছে সুরা বাকারা’র ১৬৩ নং আয়াতে।
আয়াতটি হলো-
Wa ilaahukum illaahunw Wahid Laa ilaha illa Huwar Rahmanur Raheem
অর্থঃ তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। তিনি ছাড়া কোন ইলাহ নেই। তিনি অতি দয়ালু, মেহেরবান।
Alif Laam Mim. Allahu la-ilaha illa huwal haiul kaiyum.
অর্থঃ “আলিফ—লাম—মীম। তিনি সেই আল্লাহ। তিনি ছাড়া কোন ইলাহ নেই। তিনি চিরঞ্জিব, চিরস্থায়ী।
La-ilaha illa anta subhanaka inni kuntu minazZalimin
এই ইসমে আজমটিকে অনেকেই দোয়া ইউনুস বা ইউনুস নবীর দোয়া বলে থাকেন। ইউনুস নবী যখন মাছের পেটে গেলেন তখন তিনি এই দোয়া অনবরত পাঠ করতে থাকলেন আর দয়াময় আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন। তিনি মাছের পেট হতে রক্ষা পেলেন।
এ ছাড়াও হাদীস শরীফে দুইটি ইসমে আজম রয়েছে। আব্দুল্লাহ বিন বুরাইদা হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সাথে এশা’র নামাজ আদায়ের জন্য মসজিদে গমণ করলাম। আমি দেখলাম এক ব্যক্তি (আবু মুসা আসআরী) উচ্চস্বরে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। তখন আমি রাসুলকে বললাম, ইয়া রাসুলুল্লাহ! আপনি কি তাকে রিয়াকার বলবেন? নবীজী বললেন, না, সে রিয়াকার নয়, বরং সে একনিষ্ট ভক্ত মোমিন। রাসুলুল্লাহ (সাঃ) পেছন দিক হতে আবু মুসা আসআরী’র তেলাওয়াত শুনছিলেন। যেটা আবু মুসা আসআরী টের পাননি। কোরআন তেলাওয়াত শেষ করে আবু মুসা আসআরী এই বলে দোয়া করলেন—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
অর্থঃ তুমি আল্লাহ!, তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমি একক। তুমি ঐ সত্তা যে কারো হতে জন্ম নাওনি এবং কাউকে জন্ম দাওনি। কেউয়ি তোমার সমকক্ষ নয়।
নবীজী বললেন, হে বুরাইদা শোন! আবু মুসা আসআরী এমন একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করছে যা পাঠ করে কোন কিছু চাইলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কবুল করে থাকেন। মিশকাত শরীফ, হাদীস নং ২১৮৫, আবু দাউদ, হাদীস নং ১৪৯৩।
আজ হতে আপনার প্রতিদিনের প্রতি ওয়াক্ত নামাজের মুনাজাতে এই ইসমে আজম গুলোকে বাধ্যতামূলক করে নিন। সবগুলো পাঠ করতে না পারলেও অন্ততঃ একটি ইসমে আজম পাঠ করে দোয়া করুন। আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দয়াময় আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমীন।
0 Comments: