Headlines
Loading...
How to Perform Salah? | কিভাবে সালাত আদায় করতে হয়?

How to Perform Salah? | কিভাবে সালাত আদায় করতে হয়?

নামাজ আদায়ের শর্তঃ নামাজ আদায়ের কিছু শর্ত আছে। নামাজি ব্যক্তির শরীর পবিত্র থাকতে হবে এবং নামাজের জায়গা পাক এবং পরিস্কার থাকতে হবে। এছাড়াও নিচের শর্তগুলো পালন করতে হবে।

  • ছতর বা শরীর ঢাকা
  • কিবলামুখী হওয়া
  • নামাজের নিয়ত করা
  • ‘সানা’ পাঠ করা
  • সুরা কিরাত পাঠ করা
  • রুকু সিজদা করা
  • নামাজের প্রতিটি ধাপ অনুসরণ করা
  • সালাম ফেরানো এবং মোনাজাত করা

আসুন-এবারে নামাজের জন্য নির্ধারিত কিছু দোয়া, তাসবীহ, তাসমি শিখতে চেষ্টা করি।

বাংলা উচ্চারণঃ আল্লাহু আকবার
বাংলা অর্থঃ আল্লাহ তা’আলা সর্বশ্রেষ্ঠ
বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অর্থঃ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু
বাংলা উচ্চারণঃ আ-উযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম।
বাংলা অর্থঃ বিতাড়িত শয়তান হতে, মহান আল্লাহ তা’আলার আশ্রয় প্রার্থনা করছি।

রুকু করার নিয়ম ও তাসবীহঃ

রুকুতে আপনার পিঠ ও মাথা সোজা রাখুন, দুইহাত দুই হাঁটুতে বাঘের থাবার ন্যায় রাখুন।
রুকুর তাসবীহ
বাংলা উচ্চারণঃ সুবহানা রব্বিইয়াল আযীম।
বাংলা অর্থঃ আমি মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষনা করছি।
রুকু থেকে দাঁড়াবার সময় তাসমি
বাংলা উচ্চারণঃ সামিআল্লাহু লিমান হামিদাহ
বাংলা অর্থঃ যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন
রুকু থেকে দাঁড়াবার পরের তাহমিদ ও দোয়াঃ
বাংলা উচ্চারণঃ রব্বানা লাকাল হামদ
বাংলা অর্থঃ হে আমার প্রতিপালক! সকল প্রশংসা আপনার জন্য
রুকু হতে উঠে দাঁড়ানোর পর দোয়াঃ 
বাংলা উচ্চারণঃ রব্বানা লাকাল হামদ (হামদান, কাসীরান, তাইয়্যিবান, মুবারাকান ফীহি)
বাংলা অর্থঃ হে আমাদের পরওয়ার দিগার! তোমারই জন্য বহু পবিত্র প্রশংসা রয়েছে, যার মধ্যে বরকতও নিহিত আছে। 

সিজদার তাসবীহ

বাংলা উচ্চারণঃ সুবহানা রব্বি ইয়াল আলা
বাংলা অর্থঃ আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি।
সিজদা থেকে উঠে বসে তাসবীহ (দুই সিজদার মাঝখানের দোয়া)
আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াহ দ্বীনি, ওয়া আফিনি, ওয়ার যুকনি



আল্লাহুম্মাগ ফিরলি    - হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, 
ওয়ার হামনি    - আমাকে রহমত করো, 
ওয়াহ দ্বীনি    - আমাকে হেদায়েত দান করো, 
ওয়া আফিনি    - আমাকে শান্তি দান করো, 
ওয়ার যুকনি    - আমাকে রিজিক দান করো।

নোটঃ সিজদাতে প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত বসবে এবং হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে কিবলা বরাবর থাকবে। এরপর নাক বসবে এবং শেষে কপাল সিজদার জায়গায় থাকবে। এই অবস্থায় সিজদার তাসবীহ ৩, ৫, ৭, অথবা ৯ বার পড়তে হবে। সিজদার তাসবীহ পড়া শেষ করে সিজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল উঠবে, এরপর নাক উঠবে এবং বসা অবস্থায় (আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াহ দ্বীনি, ওয়া আফিনি, ওয়ার যুকনি পাঠ করে দ্বিতীয় সিজদা দিতে হবে এবং পূর্বোক্ত নিয়মে সিজদা’র তাসবীহ পড়তে হবে। দ্বিতীয় সিজদা শেষ করে ওঠার সময় প্রথমে কপাল উঠবে, এরপর নাক উঠবে এবং শেষে দুইহাত দুই পায়ের হাঁটুতে রেখে দাঁড়াতে হবে।

ওযু করাঃ 

নামাজ পড়া বা শুরু করার জন্য ওযু করা বাধ্যতামূলক। আপনি যখন নামাজের জন্য প্রস্তুতি নিবেন তখন পারতপক্ষে দুনিয়াবী বিষয়গুলো ভূলে থাকার চেষ্টা করবেন। যখন ওজু করতে যাবেন তখন থেকেই মন স্থির করুন আর ওজু’র প্রতিটি ধাপের কথা স্বরণ করুন। আপনি যখন মুখে পানি দিয়ে গড়গড়া করতে থাকেন তখন মনে মনে বলুন যে, হে আল্লাহ! তুমি আমাকে এই মুখ দিয়ে ভালো কথা বলার তৌফিক দান করো। আপনি যখন নাকে পানি প্রবেশ করান তখন মনে মনে বলুন যে, হে আল্লাহ! তুমি আমাকে জান্নাতের সুঘ্রাণ নেবার তৌফিক দান করো। যখন দুই হাতের কনুইসহ ধৌত করতে থাকেন তখন মনে মনে বলুন যে, হে আল্লাহ! আমাকে কাল কিয়ামতে ডান হাতে আমার আমলনামা দিও। যখন দুই পায়ের গোড়ালি ধৌত করতে থাকেন তখন মনে মনে বলুন যে, হে আল্লাহ! কাল কিয়ামতে আমাকে ডান দিক দিয়ে বেহেস্তে প্রবেশের অনুমতি দিও। 

নামাজ আদায়ের নিয়মঃ

ধাপ ১ ঃ ওজু করা শেষ হলে জায়নামাজে দাঁড়িয়ে যান। আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে যাবেন তখন ভাববেন আল্লাহ তা’আলা আপনাকে দেখছেন অথবা আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন। নামাজ যেহেতু সম্পুর্ণ আরবী ভাষায় পড়া হয় তাই নামাজে যা কিছু পড়া হয় তার বাংলা অর্থ মনে মনে ভাবতে থাকলে নামাজে পূর্ণ মনোযোগ থাকবে। 

আপনি যে ওয়াক্তের জন্য নামাজ পড়তে চান সেই ওয়াক্তের সুন্নত কিংবা ফরজ নামাজের নিয়ত করুন। আপনার দুই হাত দুই কানের লতি পর্যন্ত কিংবা কাঁধ পর্যন্ত তুলুন এবং “আল্লাহু আকবার’ বলুন। (আপনার নামাজ এখান থেকে শুরু হলো)। এবার আপনার বাম হাত নাভির নীচে রাখুন এবং তার উপর ডান হাত রাখুন। এবার “সানা’ পড়–ন। আপনার চোখের দৃষ্টি মাটিতে সিজদার জায়গাতে স্থির রাখুন। (নামাজের নিয়ত জানতে এই লিংক-এ ক্লিক করুন)। 

“সানা”

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ

বাংলা উচ্চারণঃ সুবহা-নাকা আল্লাহুম্মা ওয়া-বিহামদিকা ওয়া তাবারকাসমুকা ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।

বাংলা অর্থঃ হে আল্লাহ! আমি তোমার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম বরকতপূর্ণ, তোমার মর্যাদা অতি উচ্চ ও তুমি ব্যতিত কোন ইলাহ নেই। 

ধাপ-২ ঃ ‘সানা’ পড়া শেষ হলে মনে মনে আ-উযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে প্রথমে সুরা ফাতিহা এবং পরে কোরআন শরীফের যে কোন একটি সুরা কিংবা কোরআন শরীফের যে কোন পারা থেকে কমপক্ষ্যে তিনটি আয়াত পাঠ করুন। 

তারপর; 

১। রুকু করুন এবং রুকু’র দোয়া ৩, ৫, ৭, অথবা ৯ বার পড়–ন। 
২। রুকু হতে উঠে দাঁড়ানোর সময় দোয়া এবং উঠে দাঁড়ানোর পরের দোয়া পড়–ন
তারপর একটি সিজদা করুন এবং সিজদার দোয়া ৩, ৫, ৭, অথবা ৯ বার পড়–ন। 
সিজদা থেকে উঠে বসুন এবং দুই সিজদার মাঝের দোয়া পড়–ন।

দ্বিতীয় সিজদা করুন এবং সিজদার দোয়া ৩, ৫, ৭, অথবা ৯ বার পড়–ন। এভাবে প্রথম রাক’আত শেষ হলো এবং দ্বিতীয় রাক’আতের জন্য দাঁড়িয়ে যান এবং মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুরা ফাতিহা পড়–ন এবং অন্য আরেকটি সুরা পড়–ন এবং পূর্বের নিয়মে রুকু, সিজদা করে বসা অবস্থায় তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে ডানে এবং বামে সালাম ফিরিয়ে দ্বিতীয় রাক’আত শেষ করুন। আপনি যদি দুই রাক’আত নামাজের নিয়ত করে থাকেন তা’হলে আপনার নামাজ এখানেই শেষ হলো। 

আর যদি চার রাক’আত নামাজের নিয়ত করে থাকেন তা’হলে দ্বিতীয় রাক’আতে তাশাহুদ পড়ে ডানে এবং বামে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যান এবং পূর্বোক্ত নিয়মে তৃতীয় রাক’আত নামাজ শেষ করুন এবং চতুর্থ রাক’আতের শেষ অংশে বসা অবস্থায় তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন। এবং মোনাজাত করুন।

0 Comments: