সুরা ফাতিহাঃ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
1] আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
Al hamdu lillaahi rabbil ‘alameen.
الرَّحْمَنِ الرَّحِيمِ
2] আররহমানির রহিম।
Ar-Rahman ar-Raheem.
مَالِكِ يَوْمِ الدِّينِ
3] মালিকি ইয়াও মিদ্দিন।
Maaliki yaumid Deen.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
4] ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
Iyyaaka na’abudu wa iyyaaka nasta’een.
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
5] ইহ্দিনাস সিরাত্বল মুসতাক্বীম।
Ihdinas siraatal mustaqeem.
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
6] সিরাত্বল্লাজীনা আন্ আ’মতা আলাইহিম।
Siraatal ladheena an ‘amta’ alaihim.
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
7] গা’ইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দোলিন।
Ghairil maghduubi’ alaihim waladaaleen.
أمين
আমিন।
Aameen
অর্থঃ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। যিনি আমাদের রোজ হাশরের মালিক। আমরা শুধু তোমারই এবাদত করি ও একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদের তুমি সরল – সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর তোমার নেয়ামত বর্ষিত হয়েছে। তাদের ব্যতীত যাদের উপর তোমার গযব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
0 Comments: