Dua-O-Amal
স্বপ্নে নবীজি (সাঃ)-এর দীদার বা যিয়ারত লাভের আমল | The Amal of seeing the Prophet (PBUH) in dream
পবিত্র জুম্মার রাতে ইশা’র নামাজের পর অতিরিক্ত দুই রা’কাত নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সুরা ফাতিহার পর এক বার আয়াতুল কুরসী এবং পনের বার সুরা ইখলাস পাঠ করবেন। নামাজ শেষে নবীজিকে স্বপ্নযোগে দেখার জন্য মুনাজাত করবেন। এরপর দরুদে তুনাজ্জীনা অথবা নিচের দরুদশরীফ ১০০০ বার পাঠ করে এবং পবিত্র অবস্থায় বিছানায় ঘুমাবেন। এক জুম্মায় না হলে পর পর তিন জুম্মা পর্যন্ত এই আমল করবেন। ইনশাআল্লাহ দেখতে পারবেন।
দরুদ শরীফঃ “আল্লাহুম্মা ছল্লিআলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন্নিন নাবীয়্যিল উম্মিয়ি ওয়া আ-লিহী ওয়া বারিক ওয়া সাল্লিম”।
0 Comments: