Headlines
আল্লাহ তা’আলার নাম ইয়া-রাহমানু পাঠের ফজিলত

আল্লাহ তা’আলার নাম ইয়া-রাহমানু পাঠের ফজিলত

যে ব্যক্তি আল্লাহর ৯৯টি নাম শিখে এবং মুখস্থ করবে মহান আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই নামগুলি পাঠ করা বান্দাকে কেবল "সাওয়াব" অর্জনে সহায়তা করে না, বরং তাকে পার্থিব জীবনে অনেক বেশী গায়েবী সাহায্য পেতে সহায়তা করে থাকে। দয়াময় আল্লাহ তাকে সঠিক পথ দেখান। পিতা-মাতা তার সন্তানকে যতটা ভালোবাসেন দয়াময় আল্লাহ তার বান্দাকে পিতা-মাতার তুলনায় ৭০ গুণ বেশী ভালোবাসেন। আল্লাহ তা’আলা চান যে তার বান্দা তাকে তার নাম ধরে ডাকুক আর তিনি বান্দার ডাকে সাড়া দেন।  

যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর “ইয়া-রাহমানু” এই নামটি ১০০ বার পাঠ করবে সবাই তার প্রতি বন্ধুত্বপূর্ণ হবে এবং সে সমস্ত পার্থিব বিপর্যয় থেকে নিরাপদ থাকবে।

  • আপনার যত বড় সমস্যাই হোক সেটা পূরণ হবে। 
  • অসুস্থ্যতা থেকে মুক্তি পাবেন।
  • আপনার সন্তানের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।

আমল করার নিয়মঃ

প্রথমে কয়েকবার দরুদশরীফ পড়বেন। তারপর আল্লাহ তা’আলার এই নাম “ইয়া-রাহমানু” ৩০০ বার পাঠ করবেন। পুনরায় কয়েকবার দরুদশরীফ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এই আমল ২১ দিন করবেন। 


Related Articles

0 Comments: